
জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের রায়গঞ্জে সয়াবিন তেলবোঝাই ট্রাক খাদে পড়ে স্বামী স্ত্রীসহ তিনজনের মৃতু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে তিনজন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের নলকা ব্রিজের পশ্চিম পাশে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
মৃতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (২৮) ও তার স্ত্রী নুরজাহান বেগম (২০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি সয়াবিন তেলের ড্রামভর্তি একটি ট্রাক নলকা ব্রিজের পশ্চিম এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান।
এ সময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান। গুরুতর আহত অপর তিনজন হাটিকুমরুল সাকাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।