আন্তর্জাতিক ডেস্ক: আরব লীগ প্রধান শুক্রবার জাতিসংঘে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ২০১১ সাল থেকে এ সংস্থায় নিষিদ্ধ রয়েছে দামেস্ক। খবর এএফপি’র।
জাতিসংঘের বার্ষিক সাধারণ সভা চলাকালে কোন পূর্ব প্রস্তুতি ছাড়াই আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘাইত ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের মধ্যে খুবই সংক্ষিপ্তভাবে এ শুভেচ্ছা বিনিময় হয়।
আবুধাবীর সংবাদপত্র দি ন্যাশনালের এক সাংবাদিকের টুইটারে দেয়া এক ভিডিও ফুটেজে জাতিসংঘ সদরদপ্তরের সভাকক্ষ অভিমুখী পথে আবুল ঘাইতকে হাঁটতে এবং মুয়াল্লেমকে দেখতে পান।
এ সময় মুয়াল্লেমের সঙ্গে করমর্দন করার আগে আবুল গাইত বলেন, ‘শুভ সন্ধ্যা। অসাধারণ। আপনি কেমন আছেন?’ এবং তার দু’গালে আরবীয় রীতিতে চুমু দেন।
আরব লীগ প্রধান পরে সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ ও জাতিসংঘে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত বাশার জাফরির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।