আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৪০ জনে দাঁড়িয়েছে। দেশ দুটির সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এবং সিরিয়ার স্বাস্থ্যকর্মকর্তারা নিহতের এই তথ্য জানিয়েছেন।
এদিকে, সোমবারের ভূমিকম্পে সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
এছাড়া সিরিয়ায় শত শত মানুষ আহত হয়েছে। এর আগে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ নিয়ে দেশ দুটিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪০ জনে। আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এক টুইটে বলেছেন, ভূমিকম্পে আক্রান্ত এলাকায় আমাদের উদ্ধার অভিযান চলছে। আমরা আশা করছি খুব শিগগিরই সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করতে পারবো।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সুয়েলু জনগণকে বিধ্বস্থ ভবনে প্রবেশ না করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের প্রধান কাজ হলো ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে সাত দশমিক আট মাত্রার কম্পনটি স্থানীয় সময় ০৪টা ১৭ মিনিটে (০১:১৭ জিএমটি) গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার (১১ মাইল) গভীরতায় আঘাত হানে।
রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহর এবং পুরো অঞ্চল জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছিল। বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এতে অনেক মানুষ সেখানে আটকে থাকতে পারে।
তুর্কি ভূমিকম্পবিদরা সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পের শক্তি পরিমাপ করেছেন। তারা বলেছে যে এই অঞ্চলে মাত্র কয়েক মিনিট পর দ্বিতীয় কম্পন আঘাত হেনেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এক টুইটে বলেছেন, ভূমিকম্পে আক্রান্ত এলাকায় আমাদের উদ্ধার অভিযান চলছে। আমরা আশা করছি খুব শিগগিরই সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করতে পারবো।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সুয়েলু জনগণকে বিধ্বস্থ ভবনে প্রবেশ না করতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের প্রধান কাজ হলো ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে যে সাত দশমিক আট মাত্রার কম্পনটি স্থানীয় সময় ০৪টা ১৭ মিনিটে (০১:১৭ জিএমটি) গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার (১১ মাইল) গভীরতায় আঘাত হানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।