জুমবাংলা ডেস্ক: খাদ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস না করার কারণে তাদের সতর্কতামূলক নোটিশ দিয়েছে খাদ্য অধিদফতর। অনলাইন পোর্টাল সময় নিউজের সাংবাদিক কাজল আব্দুল্লাহ-এর একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সোমবার (২১ ডিসেম্বর) নোটিশটি অধিদফতরের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হয়েছে। চলতি মাসের ১৫ তারিখে অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ এই নোটিশ স্বাক্ষর করেছেন।
জানা যায়, কোভিড-১৯ এর মধ্যেও প্রতিটি সরকারি দফতর ও বেসরকারি অফিসগুলোতে কর্মকর্তা ও কর্মচারীরা নিয়মিত অফিস করলেও খাদ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিসে পাওয়া যাচ্ছেন না। ইচ্ছানুযায়ী অফিস করছেন অনেকে। এতে অধিদফতরের অভ্যন্তরীণ বিভাগগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ছে।
ওই নোটিশে বলা হয়, কতিপয় কর্মকর্তা/কর্মচারী নিয়মিতভাবে বিলম্ব করে অফিসে উপস্থিত হচ্ছেন। বর্তমানে আমন সংগ্রহ, বেসরকারি মজুত ও বাজার দর মনিটরিং, ওএমএস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিলি-বিতরণসহ খাদ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। অফিসে বিলম্বে উপস্থিতির কারণে এসব কার্যক্রম ও বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন বিঘ্নিত হচ্ছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিতি নিশ্চিত করা ও নির্ধারিত সময়ের পরে প্রস্থান নিশ্চিত করারও নির্দেশনা প্রদান করা হয়েছে ওই নোটিশে। অন্যাথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
নোটিশের মাধ্যমে খাদ্য অধিদফতর নিয়ন্ত্রিত সব প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


