লাইফস্টাইল ডেস্ক : নিয়মিত পরিষ্কার করার পরও রান্নাঘরে মাঝে মাঝে আঁশটে গন্ধ থাকে। সহজ, ঘরোয়া উপায়ে আঁশটে গন্ধ দূর করুন। যা করতে হবে:
# তিনটি লেবু পিস করে ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা ওভেনে বেক করুন। এবার ওভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। স্যাঁতসেতে গন্ধ দূর হবে
# দুই কাপ পানিতে ৬টি এলাচ, দুই টুকরো দারচিনি ও কয়েকটি তেজপাতা ফুটিয়ে নিন। এবার চুলার আঁচ কমিয়ে দিন, কিছুক্ষণ পর অনুভব করুন ঘরের গুমোটভাব দূর হয়ে পুরো বাড়িতেই ফ্রেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়েছে।
# মাছের গন্ধ তাড়াতে অল্প অলিভ অয়েলের মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখুন।
# ময়লা রান্নাঘরে জমিয়ে রাখবেন না। শুকনো ও ভেজা ময়লা আলাদা বাক্সে রাখুন। প্রতিবার নোংরা বাইরে ফেলে আসার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ধুয়ে, রোদে শুকিয়ে নিন।
# সিংকের খোলা মুখে ১ কাপ ভিনিগার ও বেকিং সোডা মিশিয়ে ঢেলে দিন। আধঘণ্টা পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।