জুমবাংলা ডেস্ক : গতকাল নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সদস্যরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে একত্রিত হয়ে জুম্মার নামাজের পর মিছিল করে প্রথমে দৈনিক বাংলা মোড়ের দিকে অগ্রসর হয়।
মিছিলটি পরে ফিরে এসে পল্টন মোড়ে এসে পৌঁছালে পুলিশ এবং সেনাবাহিনীর ব্যারিকেডের সামনে পড়ে। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করলে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়।
এ সময় একজন ব্যক্তিকে হাতে লাঠি এবং হলুদ ছুড়ি (এন্টি কাটার) নিয়ে মিছিলে অংশ গ্রহণকারী একজনকে প্রহার করতে দেখা যায়। আইন প্রয়োগকারী সংস্থার কাজের মাঝে একজন সাধারণ জনতা কর্তৃক আইন নিজের হাতে তুলে নেয়া কাম্য নয় বিধায় সেনাবাহিনী তাকে নিবৃত্ত করে এবং পরবর্তীতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
একই সময়ে ঘটনাস্থল হতে সেনাবাহিনী হিজবুত তাহরীর এর আরও ১৫ জন সদস্য আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে।
সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে: প্রধান উপদেষ্টা
সংশ্লিষ্ট সকলকে আইনের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা, সঠিক তথ্য প্রচার ও প্রসার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।-আইএসপিআর
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.