নীলফামারী প্রতিনিধি: সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবিতে নীলফামারীতে কর্মবিরতিসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌরঙ্গি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নীলফামারী পৌরসভা ছাড়াও সৈয়দপুর, ডোমার, জলঢাকা পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন এ্যাসোসিয়েশনের নীলফামারী পৌরসভা ইউনিটের আহবায়ক প্রকৌশলী তারিক রেজা।
এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজন সাহা, রংপুর বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান, জেলা ইউনিটের সাধারণ সম্পাদ এবিএম গোলাম মোস্তফা, জলঢাকা পৌরসভার সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন ও নীলফামারী পৌরসভা ইউনিটের সদস্য সচিব ফরিদ আহমেদ।
বক্তরা উল্লেখ করেন, সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন দেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। কিন্তু সরকার এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। আগামী ১৩ জুলাইর মধ্যে আমাদের যৌক্তিক দাবি আদায় না হলে ১৪ জুলাই থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।