জুমবাংলা ডেস্ক : র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে এখানকার ১৯ জন র্যাব সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ল।
বৃহস্পতিবার নীলফামারীর জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য জানান। তিনি আরও জানান, জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১০৮ জন। এর মধ্যে জেলা সদরেই সংক্রমণ ধরা পড়েছে ৪৭ জনের।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের দুই সদস্যের করোনা শনাক্ত হয় গত ২০ মে। এর পর গত ২২ মে আরও এক জনের এবং গত ২৫ মে আরও ছয় র্যাব সদস্যের করোনা সংক্রমণ শনাক্ত হলে ওই ক্যাম্পের কর্মকর্তাসহ ৬৩ জনের নমুনা সংগ্রহ বুধবার ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য।
বৃহস্পতিবার বিকালে ওই ৬৩ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছেন- ক্যাম্পের একজন উপ-সহকারী পরিচালকসহ চারজন কর্মকর্তা, পাঁচ সদস্য ও একজন ধোপা।
ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, নতুন করে করোনা শনাক্ত ১০ জনকে রংপুরে র্যাবের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। আগের নয় জন নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।