নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার দুপুরে (২৬ অক্টোবর) জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
এতে সভাপতিত্ব করেন জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব সফিকুল আলম ডাবলু বক্তব্য দেন।
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, অনুষ্ঠানে চিত্রাংকণ প্রতিযোগিতায় ২১ জন এবং রচনা প্রতিযোগিতায় ৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া কমিউনিটি পুলিশিং এ অবদান রাখায় সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাদ উদ্দিন ফারুক ফিরোজ এবং সদস্য হিসেবে সদর উপজেলার আহবায়ক হাফিজুর রশিদ মঞ্জুকে সম্মাননা প্রদান করা হয় বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।