
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা কারাগারের উদ্যোগে অনটনে থাকা দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
Advertisement
আজ মঙ্গলবার সকালে সামাজিক দূরত্ব মেনে কারাগার প্রাঙ্গণে ৫০ জনের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় জেল সুপার (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন, জেলার মুশফিকুর রহমান ও ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার উপস্থিত ছিলেন।
জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, খাদ্য সহায়তার মধ্যে ছিল সাত কেজি চাল, দুই কেজি আলু, এককেজি সোয়াবিন তেল, এককেজি মশুর ডাল ও একটি হুইল সাবান।
তিনি জানান, কর্মকর্তা এবং কারারক্ষীদের রেশন থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয় দরিদ্রদের মাঝে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


