খবির আহমেদ, নীলফামারী: জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারীতে নির্মিত হচ্ছে ভাস্কর্য ‘আমার বাংলা’। ২০২১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটি উদ্বোধন করা হবে।
শনিবার (১২ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এই উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে ভাস্কর্য ‘আমার বাংলা’ তৈরি করা হচ্ছে।
জেলা প্রশাসকের সভাপতিত্বে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শীর্ষক এই প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকার, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক (জেলা জজ) মাহবুবার রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।
পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে পিছিয়ে রাখতে আবারো অপতৎপরতা শুরু হয়েছে একটি গোষ্ঠি। সন্ত্রাস, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস অতীতে যেভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশ পুলিশ মোকাবেলা করেছে ঠিক এখোনো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর এবং বিশৃঙ্খলা রোধে পুলিশ প্রস্তুত রয়েছে।’
এ সময় তিনি বলেন, জেলায় একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য ও জাতির পিতার দশটি ম্যুরাল রয়েছে। এগুলোর নিরাপত্তায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
বক্তারা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুই সংবিধান। তাকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা আইনকে অবমাননা করা।
সরকারী সকল কর্মকর্তাগণ জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা এবং ভাংচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।
প্রতিবাদ সভায় বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।