নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার থেকে এটি কার্যকর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারগুলোতে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন স্কাউট সদস্যরা।
সোমবার বিকালে ও রাতে দু’দফায় ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। নীলফামারী পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ। বৈঠকে বড় বাজারের ব্যবসায়ী ইসরাফিল হোসেন, হামিদুল ইসলাম, রতন দাস, সুপার মার্কেটের হোসেইন খান মানিক, খয়রাত হোসেন মার্কেটের ইয়াসিন আলী প্রমুখ বক্তব্য দেন।
নীলফামারী চেম্বারের পরিচালক হামিদুল ইসলাম জানান, প্রতিটি বাজারে শৃঙ্খলা রক্ষায় নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করবেন। সামনে ঈদ এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, জেলা শহরের ব্যবসায়ীরা সরকারের সকল নিয়ম-কানুন মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। করোনার প্রার্দুভাব যাতে বিস্তার না ঘটে সেজন্য তারা স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করবেন।
তিনি আরও বলেন, সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। কেউ এর বত্যয় ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈঠক শেষে ১৯ সদস্য বিশিষ্ট একটি স্থায়ী কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক হিসেবে রয়েছেন মেয়র দেওয়ান কামাল আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।