খবির আহমেদ, নীলফামারী: নীলফামারীর ডোমারে মসজিদের বাইরে ময়লা ফেলার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মজির উদ্দিন (৬০) নামে এক হোটেল ব্যবসায়ী মারা গেছেন।
আজ (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া কলোনীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মজির উদ্দিন একই এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৩৫) ও তার ছেলে মতিউর রহমানকে (২১) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মসজিদ ও মাদ্রাসার সীমানা নিয়ে স্থানীয় জাহানুর ইসলামের সাথে বিরোধ চলে আসছিলো মজির উদ্দিনের। শনিবার দুপুরে জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান মসজিদের পাশে জমিতে ময়লা ফেলেন। জোহরের নামাজ শেষে মজির উদ্দিন মসজিদ থেকে বের হয়ে তা দেখতে পেয়ে প্রতিবাদ করেন। এ নিয়ে বচশা শুরু হয়। এরপর ফেন্সি বেগম ও তার ছেলে মতিউর রহমান লাঠি নিয়ে এসে মজির উদ্দিনকে এলোপাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে।
স্থানীয়রা এগিয়ে এসে মজির উদ্দিনরকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।
ঘটনা ভিন্ন খাতে নেয়ার উদ্দেশ্যে ফেন্সি বেগম ও তার ছেলে নিজেরাই ব্লেড দিয়ে হাত ও পা ক্ষত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, মজির উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।