নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’।
বৃহস্পতিবার বিকালে (২৪ অক্টোবর) শিল্পকলা অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ বক্তব্য দেন।
ডিভিশনাল ম্যানেজার হাফিজুর রহমান আকন্দের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশা’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হায়দার। আশার সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এতে অনুভুতি প্রকাশ করেন বৃত্তিপ্রাপ্ত সৈয়দপুর উপজেলার মাহমুদুল হাসান চৌধুরী।
সংস্থার ডিস্ট্রিক্ট ম্যানেজার রফিকুল ইসলাম জানান, বৃত্তিপ্রাপ্ত ৫৪ জনের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ জন ও এইচএসসিতে ১৫ জন রয়েছে। প্রত্যেককে নগদ দশ হাজার করে টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেন, পরীক্ষার্থী নয় শিক্ষার্থী হতে হবে। এজন্য একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাহিরের জ্ঞানও আহরণ করতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা এমনকি শৃঙ্খলার মধ্য থেকে মুক্ত চিন্তা করতে হবে শিক্ষার্থীদের। যাতে করে মেধাবী জ্ঞানী এবং মানুষ হয় আজকের শিশুরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।