
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নতুন করে একজন ব্যাংক কর্মকর্তা এবং পল্লী বিদ্যুতের একজন কর্মচারীর শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। নতুন এই দুইজনসহ উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।
আজ সোমবার (১৫ জুন) কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ জানান, ঢাকায় প্রেরিত নমুনায় নতুন করে কিশোরগঞ্জ উপজেলায় দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন অগ্রণী ব্যাংক গাইবান্ধা কর্পোরেট শাখায় কাজ করেন। তার বাড়ি মাগুড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে। অপরজন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত। তার বাড়ি পুটিমারী ইউনিয়নে। তারা প্রত্যেকেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। নতুন করে করোনায় আক্রান্ত দুইজনের বাড়ির পার্শ্ববর্তী পাঁচটি বাড়ির ২৯ জনকে লকডাউন করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম হারুন অর রশিদ নতুন করে করোনায় আক্রান্ত দুইজনের বাড়িসহ পাঁচটি বাড়ির ২৯ জনকে লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।