কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে এক শ্রমিকের ৩টি ঘরসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, ইসমাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে দেলোয়ারের রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। এক পর্যায়ে আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পড়লে তার ৩টি ঘর, ঘরের আসবাবপত্র ও সংসারের অন্যান্য জিনিষপত্র মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে কিশোরগঞ্জ থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আর কোনও ঘর অবশিষ্ট না থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারটি খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে।
সদর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ জানান, ক্ষতিগ্রস্থ পরিবারটিকে খাদ্য সহায়তাসহ তাদেরকে যাতে খোলা আকাশের নিচে থাকতে না হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।