Advertisement
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাইকেল র্যালি করেছে একদল যুবক।
র্যালিটি বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার সফি মিয়া মার্কেট থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শতাধিক যুবক এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে। এসময় সকলের সাইকেলে ও হাতে ছিল প্রিয় বাংলাদেশের পতাকা।
সাইকেল র্যালির উদ্যোক্তাদের একজন সফি কামাল রিয়াদ। তিনি জানান, ‘প্রিয় বাংলাদেশের ৫০তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে সাইকেল র্যালি করার উদ্যোগ নেয়া হয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel