কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিযান শুরু করেছে প্রশাসন।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
কিশোরগঞ্জ উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এই অভিযান পরিচালনা করেন।
মেহেদী হাসান জুমবাংলাকে বলেন, ‘এলাকায় করোনার সংক্রমণ প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।