কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দু’দিনব্যাপী অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ অক্টোবর) ঢাকা থেকে জুম অ্যাপের মাধ্যমে কর্মশালাটিতে সমাপনী বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব আয়েশা আক্তার, পিফরডি’র প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ-পরিচালক (বেতার অনুষ্ঠান) মোঃ আবুজার গাফফারী, সহকারী পরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশিক্ষণ) মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) ও প্রকল্পটির ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ মুনজুরুল আলম।
কর্মশালা থেকে অর্জিত অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় প্রেসক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ ও যুগ্ম আহ্বায়ক খাদেমুল মোরছালিন শাকির।
পরে স্থানীয় প্রেসক্লাবে সনদ বিতরণ করেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের উপ-পরিচালক (বেতার অনুষ্ঠান) মোঃ আবুজার গাফফারী, প্রেসক্লাব আহ্বায়ক আবু হাসান শেখ, যুগ্ম আহ্বায়ক খাদেমুল মোরছালিন শাকির, সিএসএম তপন প্রমুখ।
এ কর্মশালায় কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।