কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বুধবার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীদের মাঝে কার্ড ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
দুপুরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগীদের মাঝে কার্ড ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট বলেন, বর্তমান সরকার দরিদ্র বান্ধব সরকার। দেশের প্রতিটি বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীসহ দরিদ্র ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে। তারই আলোকে কিশোরগঞ্জ উপজেলার সকল প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কসহ দরিদ্র ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেওয়া হচ্ছে। এ উপজেলাকে শতভাগ সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় আনার ব্যবস্থা গ্রহণে সরকারের দৃষ্টি কামনা করছি।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উপকারভোগীদের কার্ড ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফরহাদ হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। এ অনুষ্ঠানে উপজেলার ১শ’ ৮১ জন বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীর মাঝে ভাতার কার্ড ও নগদ অর্থ বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।