কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, পণ্যের মেয়াদ উর্ত্তীণ ও উৎপাদনের তারিখ না থাকার দায়ে দু’টি বেকারিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকালে উপজেলার দরবার বেকারি এবং ভাই ভাই নামে বেকারি দু’টিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. রোকসানা বেগম এ জরিমানা করেন।
জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামে দরবার বেকারি এবং নিতাই ইউনিয়নের কাছারীর হাটে ভাই ভাই বেকারি নামে প্রতিষ্ঠান দু’টি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন করছে বলে অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান দু’টিতে অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের সত্যতা পায়। এছাড়া খাদ্যসামগ্রীর প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ ছিল না। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, পণ্যের মেয়াদ উর্ত্তীণ ও উৎপাদনের তারিখ না থাকার দায়ে বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল গ্রামের দরবার বেকারিকে ১০ হাজার টাকা এবং নিতাই ইউনিয়নের কাছারীর হাটের ভাই ভাই বেকারিকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. রোকসানা বেগম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, পণ্যের মেয়াদ উর্ত্তীণ ও উৎপাদনের তারিখ না থাকার দায়ে ওই প্রতিষ্ঠান দু’টিকে অর্থদণ্ড করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।