জুমবাংলা ডেস্ক: নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা।
জেলা প্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা বৃন্দ, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিভিল সার্জন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ক্যাব, চেম্বার অফ কমার্স, প্রেসক্লাব এবং বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ীক নেতৃবৃন্দ।
ভোক্তা অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীলফামারী জেলায় সেমিনার আয়োজনের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সেমিনারে ভোক্তা অধিকার সমুন্নত রাখতে কর্মকর্তা ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং অন্যান্য স্টেকহোল্ডাররা যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।