নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে আজ (২৬ নভেম্বর) দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। এর মধ্যে অধিকাংশ আসনেই অপরিবর্তিত রয়েছে নৌকার প্রার্থী। তবে পরিতবর্তন এসেছে কিছু আসনে। এর সাথে রয়েছে চমকও।
তেমনি একটি আসন হচ্ছে নালফামারী-৪। আসনটি সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। নীলফামারীর চারটি আসনের তিনটিতে মনোনয়ন পেয়েছেন পরিচিত মুখ বর্তমান এবং সাবেক সংসদ সদস্য। কিন্তু নীলফামারী-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে নতুন মুখকে।
এই আসনে (কিশোরগঞ্জ -সৈয়দপুর) মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল। তিনি কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা পরিষদের আহবায়ক। সাবেক এই ছাত্রলীগ নেতা কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এই আসনে যারা মনোনয়ন পাওয়ার দৌড়ে সবচেয়ে আলোচনায় ছিলেন সেখানে ছিল না জাকির হোসেন বাবুলের নাম। গতকালকে সবচেয়ে আলোচনায় ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকছেদুল মোমিন। অনেকেই ধরে নিয়েছিলেন তিনিই মনোনয়ন পাচ্ছেন। তবে সকল জল্পনা-কল্পনাকে হার মানিয়ে চমক দেখিয়েছেন জাকির হোসেন বাবুল। মনোনয়ন পাওয়ার দৌড়ে পিছিয়ে থাকলেও শেষ হাসি তিনিই হাসলেন।
নীলফামারীর অন্য তিনটি আসনের মধ্যে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে আসাদুজ্জামান নূরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বর্তমান সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়কমন্ত্রী।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মনোনয়ন পেয়েছেন গোলাম মোস্তফা। তিনি সাবেক সংসদ সদস্য ও জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।