কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-৪ আসনকে দেশের মডেল সংসদীয় আসনে পরিণত করা হবে বলে জানিয়েছেন এই আসনের সংসদ সদস্য সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
তিনি বলেন, ‘এই আসনে যোগাযোগ, শিক্ষা ও কৃষিসহ সকল ক্ষেত্রে উন্নয়ন ও জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে।’
সোমবার দুপরে কিশোরগঞ্জ-টেংগনমারী আরএইচডি সড়কের মন্থনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড় হতে ঈদগাহ্ মাঠ সড়ক ভায়া মোঃ মজিবরের বাড়ি পর্যন্ত ৮০০ মিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনকালে স্থানীয় এই সংসদ সদস্য এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলাকে দেশের মডেল সংসদীয় আসন করার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আমাকে আপনারা ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন ও উন্নয়নের কথা বলেছেন। উন্নয়নের ধারা অব্যাহত আছে এবং তা অব্যাহত থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপা আহ্বায়ক রেজাউল আলম স্বপন, উপজেলা প্রকৌশলী মোঃ মজিদুল হক, পুটিমারী ইউনিয়ন জাপা সভাপতি অঅঃ জলিল সাধারণ সম্পাদক রুহুল, জাপা নেতা সাইয়াদুল প্রমুখ।
রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২য় পর্যায়ের অধীনে এ সড়কটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
পরে তিনি আনোরমারী ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিকালে এমপি আদেল সম্প্রতি কিশোরগঞ্জ উপজেলার রুপালী কেশবায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান করেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।