নীলের বিয়ের বর্ষপূর্তিতে বউয়ের বিশেষ ছবি ভাইরাল

নীলের বিয়ের বর্ষপূর্তিতে

দেখতে দেখতে একসঙ্গে পথচলার এক বছর। গত বছর ৪ঠা ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব রিয়েল লাইফ কপল নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ‘তৃনীল’ জুটি শুক্রবার সেলিব্রেট করছেন তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। আজকের দিনটা স্বভাবতই একটু খাস দুজনের জন্য। তাই ব্যস্ত শেডিউল থেকে সময়বার করে আজকের দিনটা একান্তে ছুটি কাটাচ্ছেন তাঁরা।

নীলের বিয়ের বর্ষপূর্তিতে

এই মুহূর্তে ‘উমা’ নিয়ে বেজায় ব্যস্ত নীল, ‘কৃষ্ণকলি’র সফর শেষ হওয়ার আগেই নতুন সফর শুরু করেছেন তিনি, অন্যদিকে স্লট বদল হলেও ‘গুনগুন’ হয়ে দর্শক মনে রাজ করছেন তৃণা। এদিন সাত সকালে বউয়ের উদ্দেশে নীলের বার্তা, ‘শুভ সকাল, একসঙ্গে পথচলার ৩৬৫ দিন অতিক্রান্ত তৃণা সাহা’। সঙ্গে স্ত্রীর একটি আবেদনময়ী ছবিও পোস্ট করেছেন নীল। সেখানে দেখা গেল দুধ সাদা বিছানায় আনমনে বসে রয়েছেন তৃণা। কাঁচের জানালা দিয়ে দূর দেশে চোখ মেলেছেন তৃণা, আর পিছন থেকে তাঁকে লেন্সবন্দি করেছেন নীল।

না, দূরে কোথাউ নয় জানা যাচ্ছে কলকাতার অদূরেই এক রিসর্টেই ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি। আসলে শহুরে কোলাহল থেকে একটু নিরিবিলিতে এই স্পেশ্যাল দিনটা কাটাতে চান তাঁরা। যদিও বন্ধুদের সঙ্গে বিবাহবার্ষিকীর উদযাপন আগেই সেরে ফেলেছেন তারকা দম্পতি। আজ হাওড়ার অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে বসবে দুজনের জমজমাট বিবাহবার্ষিকীর পার্টি, হাজির থাকবেন কাছের বন্ধুরাও।

অভিনয় কেরিয়ার শুরুর আগে থেকেই প্রেম সম্পর্কে আবদ্ধ নীল-তৃণা। অনেক চড়াই-উতরাই পার করে গত বছর পূর্ণতা পেয়েছিল তাঁদের এক দশকের সম্পর্ক। এদিন নীলের সঙ্গে একটি বিশেষ রিল ভিডিয়োও পোস্ট করে বিবাহবার্ষিকীর সেলিব্রেশনে ডুব দিলেন তৃণা। গানে গানে বললেন, ‘কিছু আবদারের জানি নেই মানে’।

ফ্যানেরাও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তৃনীলকে। বাংলা টেলিভিশনের ‘সবচেয়ে পারফেক্ট কপল’ এমনই মন্তব্যে ভরে যাচ্ছে কমেন্ট বক্স। আগামিতেও পরস্পরকে এভাবেই আগলে রাখুক দুজনে, প্রার্থনা তৃনীল অনুরাগীদের।