জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে গতকাল রাতে গাড়িচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোর চারটার দিকে হাতিরঝিল থানায় অভিযোগ দায়ের করেছেন ভিপি নুর। এদিকে নুরের ওপর হামলার বিচার চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। সুনির্দিষ্ট সব তথ্য দেওয়ার পরও ওই ঘটনার বিচার না হলে এর সম্পূর্ণ দায় সরকারের বলে লিখেছেন তিনি।
তার পোস্টটি তুলে ধরা হলো:
‘ডাকসু-র সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের প্রাণনাশের চেষ্টা হয়েছে। গতরাতে তিনি এই অভিযোগ করে থানায় মামলা করেছেন। তাকে চাপা দেওয়ার চেষ্টাকারী গাড়ির নম্বর-প্লেট ও ছবি পোস্ট করেছেন তার ফেসবুকে। গাড়ির নম্বরটিসহ এসব তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ’
‘নুরের উপর এ জঘন্য হামলা চেষ্টার বিচার চাই। সুনির্দিষ্টভাবে সব তথ্য দেওয়ার পরও যদি বিচার না হয় তা হলে এর সম্পূর্ণ দায় সরকারের।’
উল্লেখ্য, বুধবার রাত ১১টার দিকে মালিবাগ এলাকায় আবুল হোটেলের সামনে এক প্রাইভেটকারের দুই দফা ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পান সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। ওই সময় নুরের গাড়িকে ধাক্কা দিতে গেলে তাদের গাড়িটি কৌশলে পাস কেটে যাওয়ায় অন্য একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয় অভিযুক্তদের বহনকারী গাড়িটি। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরে রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানা বরাবর লিখিত অভিযোগ করেন নুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।