Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান
জাতীয় ডেস্ক
বিভাগীয় স্লাইডার

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

জাতীয় ডেস্কArif ArifArmanDecember 6, 20253 Mins Read
Advertisement

বিএনপিতে যোগদানশরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদের উপস্থিতিতে আওয়ামী লীগের সাবেক নেতা ও শিধলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর অর্ধশত নেতাকর্মীসহ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) নির্বাচনী এলাকায় বড় ধরনের রাজনৈতিক পুনর্গঠনের ঘটনা ঘটেছে। বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর হাত ধরে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (কার্যক্রম নিষিদ্ধ) ও শিধলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় নিজ বাড়িতে ফুলের মালা পরিয়ে অপুর কাছে আনুগত্য ঘোষণা করেন খোকন। গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অপু তার বাড়িতে পৌঁছালে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যোগদান অনুষ্ঠানে জানে আলম খোকন মাদবর বলেন, “আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও সাবেক সাংসদ নাহিম রাজ্জাক আমার জীবনে অপূরণীয় ক্ষতি করেছেন। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার প্রার্থী নাহিম রাজ্জাকের পক্ষে কাজ করিনি। আজ মিয়া নুরুদ্দিন অপু ভাই নিজে এসে আমাকে সম্মানের মালা পরিয়েছেন। এই মালার সম্মান জীবন দিয়ে হলেও রাখব। আগে এই এলাকা নৌকার ঘাঁটি ছিল, এখন এটিকে ধানের শীষের ঘাঁটিতে পরিণত করব।”

এ সময় তার সঙ্গে প্রায় অর্ধশত নেতাকর্মীও বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

এ সময় নুরুদ্দিন আহাম্মেদ অপু খোকন মাদবর ও তার সঙ্গে আসা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অপু বলেন, সব দল-মতনির্বিশেষে আমরা সবাই একটি পরিবার। হিংসা-বিদ্বেষ ভুলে এ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ উন্নত শরীয়তপুর গড়ে তুলব।

এর আগে শিধলকুড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে দিনের গণসংযোগ শুরু করেন মিয়া নুরুদ্দিন অপু। এরপর তিনি ডামুড্যা পৌরসভা ও শিধলকুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাড়ি ও বাজারে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের কাছে ধানের শীষে ভোট চান।

শুক্রবার জুমার নামাজ শেষে তিনি ডামুড্যার বিভিন্ন মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন।

পাশাপাশি তিনি সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় পরিদর্শন করেন এবং উপস্থিতদের যেকোনো সমস্যা সরাসরি জানাতে অনুরোধ জানান। গণসংযোগে তিনি শিশু-কিশোরদের সাথে সেলফি তোলেন এবং খেলাধুলার সামগ্রী উপহার দেন। তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

গণসংযোগে অপু বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। আগামী নির্বাচনের মাধ্যমে সেই বঞ্চনার অবসান ঘটানোর সুযোগ তৈরি হয়েছে। তাই গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ শরীয়তপুর গড়ে তোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এসএম মাহফুজুর রহমান বাচ্চু সরকার, শাহ মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা আহবায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য সৈয়দ জিল্লুর রহমান মধু, উজ্জ্বল সিকদার, শ্যামল বেপারী, আব্দুল মজিদ মাদবর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মৃধা নজরুল কবির সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অপুর আ.লীগ ধরে নুরুদ্দিন নেতার বিএনপিতে বিভাগীয় যোগদান স্লাইডার হাত
Related Posts
তারেক রহমান

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

December 26, 2025
উপদেষ্টা

উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

December 26, 2025
BNP

নিয়ম মেনে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

December 26, 2025
Latest News
তারেক রহমান

শনিবার সকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

উপদেষ্টা

উপদেষ্টারা না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

BNP

নিয়ম মেনে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

Rahman

জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

Postal

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৩৫ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ

Sochib

পূর্বাচলের জনসমাগম নির্বাচন নিয়ে সব সন্দেহ দূর করে দিয়েছে : প্রেস সচিব

Sikkha

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

জামায়াত আমির

জাতির ওপর থেকে এখনো কালো ছায়া যায়নি : জামায়াত আমির

শীত

এমন শীত কয়দিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

EC Masud

তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই : ইসি মাছউদ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.