বিনোদন ডেস্ক : টালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। তিনি একাধারে সংসদ সদস্যও। আগের স্বামীকে ছেড়ে যশকে বিয়ে করে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। পরে সন্তান জন্ম দিয়ে স্বামীর নাম নিয়েও আলোচনায় থেকেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের খোঁজ-খবর রাখছেন ভক্তরা।
যশ-নুসরাতের ছেলে ঈশানের বয়স এখন মাত্র চার মাস। খোশ মেজাজেই বাবা-মায়ের সঙ্গে সময় কাটাচ্ছে সে। তার প্রমাণ নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরি। যেখানে দেখা গেছে মায়ের সঙ্গে ঘুরতে বেড়িয়েছে ছোট্ট ঈশান। আনন্দে দুলছে তার ছোট্ট দুটি পা। তবে নুসরাতের অন্য একটি স্টোরি দেখে নেটিজেনদের চোখ আটকে গেছে। যেখানে নুসরাত ঘর ও শান্তির কথা বলছেন। কী লিখেছিলেন নুসরাত সেই স্টোরিতে।
নুসরাত জাহান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেছেন। সেখানে লেখা, ‘যে ঘরে শান্তি নেই তা কারাগারের সমান। আর সেরা কারাগার হল সেই ঘর, যেটা ভালবাসা দিয়ে তৈরি। যা কিনা কেউ ছেড়ে যেতে চায় না!’
নুসরাতের এমন ইঙ্গিতপূর্ণ বার্তার পর গুঞ্জন শুরু হয় টালিউড পাড়ায়। এর মধ্যেই আগুনে ঘি ঢালেন যশ। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘কেন খাঁচায় বন্দি আছো? খাঁচার দরজা তো খোলাই রয়েছে।’
যশ ও নুসরাতের দুটি পোস্টের সমীকরণ খুব সোজা। তাদের সম্পর্কে কলহ কিংবা তিক্ততা এসেছে, বোঝাই যাচ্ছে। নেটিজেনরা বলাবলি করছেন, চিড় ধরেছে দুই তারকার মধুর ভালোবাসায়।
নুসরাত জাহান বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। ২০১৯ সালে তারা জমকালো আয়োজনে দাম্পত্য জীবন শুরু করেন। কিন্তু এক বছর না গড়াতেই নিখিলকে ছেড়ে আসেন অভিনেত্রী। তখন যশের সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্কে। যদিও তারা একসঙ্গে বসবাস করছেন, সন্তানের জন্ম দিয়েছেন; কিন্তু এখনো বিয়ে করেছেন কিনা, তা জান যায়নি।
এদিকে নিখিল জৈন ক’দিন আগেই জানিয়েছেন, তিনি এখনো নুসরাতকে ভালোবাসেন। গত ১৭ নভেম্বর আদালতের নির্দেশে তাদের বিয়ের চূড়ান্ত ইতি ঘটে। সেই প্রেক্ষিতেই তিনি বলেছিলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু নুসরাতকে আমি এখনও ভালোবাসি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।