স্পোর্টস ডেস্ক: বিশ্বরেকর্ড ফি দিয়ে ৫ বছর আগে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভেড়ানোর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি বলেছিলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় এখন আমাদের ক্লাবে, ফ্রান্সে।’
তবে এরপর জল অনেক গড়িয়েছে, বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা এখন আর নেইমারকে দেবেন না খেলাইফি, এই বিশেষণ হয়ত এখন কিলিয়ান এমবাপের জন্য বরাদ্দ রাখবেন তিনি। এমবাপেকে ধরে রাখতে যেখানে গাঁটের শেষ পয়সাটাও খরচ করতে রাজি ছিল পিএসজি, সেখানে নেইমারকে এখন আর দলে রাখার উপযুক্তও মনে করছে না তারা।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে যে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে পিএসজির নতুন সিদ্ধান্ত। ‘ভালো প্রস্তাব’ পেলেই নেইমারকে ছেড়ে দিতে প্রস্তুত তারা।
২০১৭ সালে ২২২মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নেইমারকে বার্সেলোনা থেকে প্যারিসে নিয়ে এসেছিল পিএসজি। তবে বিশ্বরেকর্ড এই দলবদলে দলটির কতটা উপকার হয়েছে, সে প্রশ্ন তোলাই যায়। কারণ ঘরোয়া লিগ শিরোপা নেইমার আসার আগেও নিয়মিত ঘরে তুলেছে পিএসজি, তার আসার পরও সেটা অব্যাহত থেকেছে। কিন্তু পরম আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যে এখনো ছুঁয়ে দেখা হয়নি তাদের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট প্যারিসে নিয়ে আসতে এখনো কোনও ভূমিকা রাখতে পারেননি নেইমার।
নেইমার অবশ্য এখনই পিএসজি ছাড়তে চান না। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে আরও তিন বছর। তবে পিএসজি তাকে সঠিক ট্রান্সফার ফি পেলে ছেড়ে দিতে দু’বার ভাববে না বলেই জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম।
গত পাঁচ মৌসুমে পিএসজির হয়ে ১৪৪ ম্যাচে ১০০ গোল করেছেন নেইমার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।