স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ব্রাজিলের কোচ হিসেবে প্রথম দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। ২৬ জনের দল ঘোষণা করেছেন এই কোচ। এই দলে জায়গা পাননি ব্রাজিলিয়ান তারকা নেইমার, রদ্রিগো, ওয়েভের্তন, লুকাস পেহি, গিয়ের্মে আরানা, গাব্রিয়েল মাগালিয়াইস ও মুরিলোদের মতো তারকা ফুটবলারদের।
সোমবার (২৬ মে) এই দল ঘোষণা করেন আনচেলত্তি। নেইমারের বাদ পড়া ছাড়াও তার প্রথম দলে প্রায় এক বছর পর ৩৩ বছর বয়সী মিডফিল্ডার কাসেমিরোর ফিরেছেন।
কোচ কার্লো আনচেলত্তি দল ঘোষণার সময় স্পষ্ট জানিয়ে দিলেন, নেইমার এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন, তাই তাকে আরও সময় দিতে চান তিনি।
বাদ দেওয়ার ব্যাপারটি নিয়ে নেইমারের সাথে আলোচনা করেছেন বলে জানান সাবেক রিয়াল কোচ। আনচেলত্তি বলেন- ‘ব্রাজিল তার ওপর নির্ভর করে। সে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্রাজিলে ফিরে এসেছে খেলতে। আমি সোমবার (২৬ মে) তার সঙ্গে কথা বলেছি বিষয়টি ব্যাখ্যা করার জন্য এবং সে পুরোপুরি একমত। আমরা এইভাবেই এগিয়ে যাচ্ছি।’
শুধু নেইমার নন, আরও কয়েকজন তারকা যেমন জোয়েলিনটন, রদ্রিগো, এদারসন ও মিলিতাও দলে জায়গা পাননি।
আনচেলত্তি জানান, চোটের তালিকায় থাকা খেলোয়াড়দের বাদ দিতেই হয়েছে। বিশ্বকাপ সামনে রেখে আনচেলত্তি এখন থেকেই দল গুছিয়ে নিতে চাচ্ছে এবং নেইমারকে ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনা যে এখনো অটুট, সেটা স্পষ্ট করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ। ‘দুর্ভাগ্যজনকভাবে,বর্তমানে আমাদের অনেক খেলোয়াড় চোটে ভুগছে এবং তাই জাতীয় দলে থাকতে পারছে না, যেমন নেইমার। আমি যেটা বলতে চাই, সেটা হলো ব্রাজিলের অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং নেইমারের ক্ষেত্রে আমরা তার উপর ভরসা রাখি।’
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ জুন ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল এই মুহূর্তে আছে চারে। শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সুযোগ আছে সপ্তম দলটিরও। আন্তমহাদেশীয় প্লে-অফ পেরিয়ে সুযোগ পেতে পারে দলটি।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ানস)
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি (সবাই ফ্ল্যামেঙ্গো); বেরালদো , মারকিনিওস (পিএসজি); আলেক্সসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)
মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)।
ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাতেউস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।