আগামী মাসে চিলি ও বলিভিয়া বিপক্ষে ম্যাচ খেলে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শেষ করবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য আগামীকাল স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে কার্লো আনচেলত্তির। যেখানে উপস্থিত থাকার কথা ছিল নেইমার জুনিয়রের। কিন্তু তার আগ মুহূর্তে আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার।
গত বৃহস্পতিবার সান্তোসে অনুশীলনের সময় উরুতে ফোলা (থাই এডিমা) অনুভাব করেন নেইমার। তার এই সমস্যার বিষয়টি সঙ্গে সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানিয়ে দিয়েছে সান্তোস।
রবিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সাংবাদ মাধ্যম ও গ্লোবো।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩১ আগস্ট ফ্লুমিনেন্স ম্যাচের আগে নেইমারকে ফিটকে কাজ শুরু করেছে চিকিসৎকরা। বর্তমানে মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে জানানো হয়েছে আগামী সপ্তাহের প্রথম দিকের অনুশীলনে তার অংশগ্রহণের সম্ভাবনা কম।
এদিকে আগামীকাল বিশ্বকাপের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তির। কিন্তু তার আগে নেইমারের ইনজুরির খবরটি অবশ্য চিন্তার বিষয়।
আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল। সেই হিসেবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দিয়ে মাঠে ফেরার জন্য নেইমারের হাতে রয়েছে ১১ দিন। এখনও নেইমারের এই ইনজুরি ব্রাজিলের দল ঘোষণায় কোনো প্রভাব ফেলে কি না সেটাই দেখার বিষয়।
নাক থেকে দাঁত—রোনালদোর সৌন্দর্য ধরে রাখতে নাকি হয়েছে সার্জারি
সম্প্রতি টানা সাতটি ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন নেইমার। মিনেইরাওতে ক্রুজেইরোর বিপক্ষে ২-১ গোলে নাটকীয় জয়ে তাকে অতিরিক্ত সময়ে বদলি করা হলেও, তিনি প্রায় পুরো ম্যাচই খেলেছিলেন। দীর্ঘদিন পর এটাই ছিল তার সেরা ধারাবাহিকতা। এ বছর তিনি এখন পর্যন্ত ১৯ ম্যাচে অংশ নিয়ে ছয়টি গোল করেছেন এই তারকা ফুটবলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।