স্পোর্টস ডেস্ক : অনেকদিন ধরেই ব্রাজিল সুপারস্টার নেইমারের বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে ফুটবল অঙ্গনে। শোনা যাচ্ছে নানা কথা। যেমন পিএসজি নেইমারকে বিক্রি করবে; তবে বার্সেলোনা ছাড়া যে কোনো ক্লাবে। এই সুযোগে এগিয়ে এসেছে বার্সার চিরশত্রু রিয়াল মাদ্রিদ। এবার পিএসজি কোচ টমাস টুখেল স্পষ্ট বললেন, নেইমারকে বিক্রি করতে একটি ক্লাবের সঙ্গে আলোচনা হচ্ছে পিএসজির। তবে তার অভাব পূরণ করা কঠিন হবে।
টুখেল বলেন, ‘পিএসজি, নেইমার ও আরেকটি ক্লাবের মধ্যে আলোচনা হচ্ছে, আমি এর বেশি কিছু বলতে পারি না। আমি নেইমারকে ভালোবাসি। আমি চাই সে কিলিয়ান এমবাপে ও অন্য সবার সঙ্গে খেলা চালিয়ে যাক। সে চলে গেলে আমার ঘুম হবে না।’
গতকাল রবিবার নিজেদের মাঠে নিমের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে। একটি করে গোল করেন এদিনসন কাভানি, কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়া। মৌসুমের প্রথম ম্যাচেই নেইমারকে বসিয়ে রাখা হয় সাইডবেঞ্চে। তখনই গুঞ্জন ওঠে, নেইমারকে ছাড়াই ভাবছে পিএসজি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেইমারের বিষয়টি স্পষ্ট করেন টুখেল।
পিএসজি কোচ আরও বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে এবং দলে নেইমারকে ছাড়াই সমাধান খুঁজতে হবে। তার মতো আরেকজন খেলোয়াড় খুঁজে পাওয়াটা অসম্ভব। তার মতো করে একই কাজ কে করতে পারে। আমরা তাকে হারাতে চাই না। কারণ তার মানের আর কাউকে খুঁজে পেতেও কঠিন হয়ে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


