নেইমারকে সান্ত্বনা দিতে এগিয়ে এলেন ক্রোয়েশিয়ান তারকার ছেলে

ইভান পেরিসিকের ছেলে লিও

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে থেমে গেলো ব্রাজিলের পথচলা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্রয়ের পর টাইব্রেকারে এসে হারতে হয়েছে সেলেসাওদের।
ইভান পেরিসিকের ছেলে লিও
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলকে আশা দেখানো নেইমার কাঁদতেই হলো ম্যাচশেষে। এবারই যে তার সম্ভাব্য শেষ বিশ্বকাপ!

ব্রাজিলের এই হার মেনে নিতে পারেনি দলটির কেউই। সবাইকেই কাঁদতে হয়েছে। তবে নেইমার যেন একটু বেশিই ছিলেন। দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েও যে বিশ্বকাপ ছোঁয়া হলো না তার। ম্যাচ শেষে এই হতাশার মাঝেও দেখা গেল এক সুন্দর দৃশ্য। নেইমারকে সান্ত্বনা দিতে ছুটে এসেছিলেন ক্রোয়েশিয়ান তারকা ইভান পেরিসিকের ছেলে লিও।

নেইমার যখন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছিলেন, সেই সময়ে ছোট্ট এই শিশুর আগমন। হৃদয় জুড়ে যাওয়া সেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই ভাইরাল হওয়ার অপেক্ষা করেনি। নেইমারদের হারার গল্পের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে শিশুটি।

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে ক্রোয়েশিয়া