স্পোর্টস ডেস্ক: ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে। সেন্ট এতিয়েনের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। লিগে শীর্ষে থাকলেও মাউরিসিয়ো পচেত্তিনোর দল গত ম্যাচে নান্টেসের কাছে ৩-১ গোলে হেরেছে। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে সেন্ট এতিয়েন।
পিএসজি ও সেন্ট এতিয়েনের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায়। দুদলের সর্বশেষ সাক্ষাতে ৩-১ গোলের জয় পেয়েছিল পিএসজি। সেই ম্যাচে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইনজুরি থেকে সেরে উঠে গত ম্যাচ গোলও করেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। এই ম্যাচেও দেখা যাবে মেসি, নেইমার, এমবাপ্পেকে।
ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে আসা সার্জিও রামোস। মার্সেইয়ের চেয়ে ১৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকলেও আজকের ম্যাচে জিতে ব্যবধানটা আরো বাড়িয়ে নিতে চায় পিএসজি। তবে এই ম্যাচে প্যারিসের দলটি পাবে না মার্কো ভেরাত্তিকে। কার্ড জটিলতার কারণে আজকের ম্যাচে খেলা হচ্ছে না এই ইতালীয় তারকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।