Advertisement
স্পোর্টস ডেস্ক: ফুটবলারদের মধ্যে বৈষম্য দূর করে এখন থেকে নেইমার-কুতিনহো-ফিরমিনোদের সমান আর্থিক সুযোগ-সুবিধা পাবেন ব্রাজিলের নারী ফুটবলাররাও। আর এ খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
অনুশীলন ও ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করলে সকল ফুটবলার সমান দৈনিক ভাতা ও প্রাইজমানি পাবেন।
সিবিএফ প্রেসিডেন্ট রোজারিও ক্যাবোক্লো জানিয়েছেন, মার্চ থেকে নারী ও পুরুষ ফুটবলারদের আর্থিক সমতার এই নিয়ম কার্যকর করেছে তারা। বিশ্বকাপ ও অলিম্পিকের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টেও এই নিয়ম কার্যকর হবে।
ব্রাজিলের মেয়েরা মার্চ থেকে এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেনি। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে অনেক টুর্নামেন্টই স্থগিত হয়ে আছে।
প্রসঙ্গত, ব্রাজিলের আগে অস্ট্রেলিয়া, নরওয়ে ও নিউজিল্যান্ড আন্তর্জাতিক ফুটবলে পুরুষ ও নারীদের জন্য আর্থিক সমতা চালু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।