ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এবার নেইমার জুনিয়রের বাদ পড়ার বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন। দীর্ঘ ২২ মাস পর জাতীয় দলে ফেরার প্রায় সময় নেইমার ইনজুরির কারণে প্রাথমিক স্কোয়াডে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি।
গত ২৫ আগস্ট চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৫ জনের দল ঘোষণা করা হয়েছিল। সেখানে নেইমারের নাম না থাকায় বিতর্ক সৃষ্টি হয়। আনচেলত্তি তখন জানিয়েছিলেন, নেইমারের হালকা চোট ছিল। তবে নিজে খেলেছেন বলে নেইমার পরবর্তীতে জানিয়েছেন, আমি পুরোপুরি ফিট ছিলাম। বাদ পড়ার কারণ শারীরিক নয়, টেকনিক্যাল সিদ্ধান্ত। আমি কোচের সিদ্ধান্তকে সম্মান করি।
এই বিষয়ে আনচেলত্তি বলেন, নেইমারকে বাদ দেওয়া টেকনিক্যাল সিদ্ধান্ত। খেলোয়াড়ের বর্তমান পারফরম্যান্স, অতীত কার্যক্রম এবং শারীরিক ফিটনেস বিবেচনা করে এটি নেওয়া হয়েছে। নেইমারের মান নিয়ে কোনো সন্দেহ নেই। তবে জাতীয় দলে প্রতিযোগিতা অনেক বেশি। আমাদের কাছে প্রায় ৭০ জন যোগ্য খেলোয়াড় রয়েছে।
তিনি আরও যোগ করেন, শতভাগ ফিটনেস থাকা এবং টেকনিক্যাল শর্ত পূরণ করতে হবে। এটি শুধুমাত্র ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য নয়, পুরো দলের কাজে লাগতে হবে। আমি কখনও কম মানসম্পন্ন খেলোয়াড়কে ডাকব না।
ব্রাজিলের আগামী ম্যাচে জোয়াও পেদ্রো নেইমারের জায়গায় খেলবেন। আনচেলত্তি বলেন, গতিসম্পন্ন, আক্রমণাত্মক ও শক্তিশালী খেলোয়াড় আধুনিক ফুটবলে গুরুত্বপূর্ণ। জোয়াও পেদ্রো ১০ নম্বর পজিশন বা সেন্টার ফরোয়ার্ডে খেলবেন। তার পেছনে এস্তেভাও ও রাফিনিয়া থাকতে পারে।
২৯ বছর বয়সে মধ্যপ্রদেশ ক্রিকেটের সভাপতি হলেন মহানার্যমান সিন্ধিয়া
শুক্রবার ভোরে মারাকানায় ব্রাজিল চিলির বিপক্ষে মাঠে নামবে। আনচেলত্তি চান, চিলির বিপক্ষেও দলের খেলা একই আক্রমণাত্মক ও গতিসম্পন্ন হোক, সঙ্গে শক্তিশালী ডিফেন্স ও বলের ওপর চাপ বজায় থাকুক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।