স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে হতাশার এক হার। এরপর স্বাভাবিকভাবেই পিএসজির ফুটবলার, সমর্থকসহ সবাই বিধ্বস্ত। এর মধ্যেই খবর বের হয়, ড্রেসিংরুমে রীতিমতো মারামারি জড়িয়েছেন নেইমার জুনিয়র এবং গোলরক্ষক জিয়ানলুইজি ডন্নারুমা।
চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে রিয়াল মাদ্রিদ ও পিএসজির ম্যাচটি ছিল ঘটনাবহুল। ম্যাচ শেষে যার রেশ ছিল ড্রেসিংরুমে।
পিএসজি চেয়ারম্যান নাসের আল খোলাইফি ও নেইমারের মেজাজ হারানোর ঘটনাটি এখন গণমাধ্যমের শিরোনামে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, ড্রেসিংরুমে নিজ দলের গোলরক্ষক জিয়ানলুইজি ডন্নারুমার সঙ্গে ঝগড়া বাধান নেইমার। আরেকটু হলে এ ঝগড়া নাকি হাতাহাতিতে রূপ নিতে পারত।
কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি দাবি করেছেন নেইমার। পিএসজির ব্রাজিলিয়ান তারকা জানালেন, খবরটি ভুয়া, এর কোনো সত্যতা নেই। ডন্নারুম্মার সঙ্গে তার কোনো ঝামেলা-ই হয়নি।
নেইমার নিজের ইনস্টাগ্রামে এক বিবৃতিতে লেখেন, ‘এখানে (ইনস্টাগ্রাম) এসে খবর নিয়ে কথা বলতে ঘৃণা করি। কিন্তু আগের খবরটি ভুয়া। ড্রেসিংরুমে কোনো মারামারি হয়নি। অদক্ষ সংবাদকর্মীরা নিজেদের বাজার ধরতে চায়, এটাতে তো হলো না, পরেরটা চেষ্টা করে দেখুন।’
প্রমাণ হিসেবে ডন্নারুম্মার সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও পোস্ট করেন নেইমার।
যেখানে ইতালিয়ান গোলকিপারকে সান্ত্বনা দেওয়ার বক্তব্য রয়েছে। ওই চ্যাটে নেইমার লেখেন, ‘শান্ত হও। ফুটবলে এমন হয়। আমরা একটি দল এবং সবাই তোমার পাশে আছে। তুমি বয়সে তরুণ এবং অনেক কিছুই জিতবে। ব্যাপারটা ভুলে সামনে এগিয়ে যাও।’
উল্লেখ্য, বুধবার রাতের ওই ম্যাচে ডন্নারুমার ভুলেই গোলটা হজম করেছিল পিএসজি!-এমনটিও বলা হচ্ছে।
৩-১ গোলে হেরে যাওয়ার ম্যাচে ৬১তম মিনিটে সতীর্থের পাসে ভড়কে গিয়েছিলেন ডন্নারুমা। এ সময় বেনজেমা দৌড়ে এসে তাকে চেপে ধরলে ডন্নারুমা ভুল পাস দেন পিএসজির আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাছে। তার থেকে বল নিয়ে সোজা জালে জড়িয়ে দেন বেনজেমা।
মার্কার প্রতিবেদনে প্রকাশ, ড্রেসিংরুমে ডন্নারুমাকে পেয়ে সে বিষয় নিয়েই রাগ ঝাড়তে চেয়েছিলেন নেইমার। ডন্নারুমাও পাল্টা জবাব দিলে শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে বিষয়টি ঝগড়ায় রূপ নেয়। দুজনেই এত উত্তেজিত হয়ে পড়ে যে আরেকটু হলে হাতাহাতিতে জড়িয়ে পড়তেন তারা।
পরে সেখানে উপস্থিত খেলোয়াড়দের মধ্যস্থতায় ঝগড়া থেমে যায়। তাদের দুজনকে আলাদা দুই জায়গায় নিয়ে যাওয়া হয়। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।