একের পর এক ধাক্কা যেন পিছু ছাড়ছে না নেইমারের। ইনজুরি, জাতীয় দলে উপেক্ষা, ক্লাব ছাড়ার গুঞ্জনে যখন দিশেহারা সময় পার করছেন, তখন যেন সবকিছুর ওপর ছায়ার মতো নেমে এলো আরও এক দুঃসংবাদ। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সান্তোস ক্লাব থেকে নিশ্চিত করা হয়েছে, নেইমারের কোভিড-১৯ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। জীবনের কঠিনতম এক অধ্যায় পেরোচ্ছেন তিনি—যেখানে মাঠের লড়াইয়ের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে জীবনের লড়াই।
বিশ্বজুড়ে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের প্রকোপ, যার প্রভাব এবার পড়েছে ক্রীড়াঙ্গনেও। এবার সেই তালিকায় যুক্ত হলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তার ক্লাব সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, অসুস্থতা অনুভব করার পর ৫ জুন নেইমারের করোনা পরীক্ষা করা হয়, যেখানে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাকে ক্লাবের তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
৩৩ বছর বয়সী নেইমারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে তার ক্লাব সান্তোস। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘৫ জুন থেকেই নেইমারকে সতর্কতামূলকভাবে দল থেকে আলাদা রাখা হয়েছে। আমরা আশা করছি, তিনি দ্রুত করোনা থেকে সেরে উঠবেন এবং মাঠে ফিরবেন।’
বেকাবু: ইরোটিক থ্রিলার আর প্রতিশোধের অদ্ভুত খেলায় মোড়া এই ওয়েব সিরিজ!
এ দিকে নেইমারের সান্তোস অধ্যায়েরও সম্ভবত শেষ সময় গুনছে। আগামী ১২ জুন ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। জোরালো গুঞ্জন, এরপর তিনি নতুন ঠিকানার পথে পা বাড়াতে পারেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel