স্পোর্টস ডেস্ক : কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হতে পুরো তিন দিনও বাকি নেই। ২০ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে স্বাগতিক কাতারের ম্যাচ দিয়ে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের।
তার আগেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারকা ফুটবলাররা। তাদের মধ্যে অন্যতম ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি। বল রিসিভ, ড্রিবলিং, টার্গেট শট সতীর্থদের সঙ্গে সবই প্র্যাকটিস করে নিচ্ছেন ট্রেনিং সেশনে।
এরই মধ্যে ভাইরাল হয়েছে নেইমারে অসাধারণ এক নৈপুণ্য, যা দেখলে এ সেলেকাও তারকাকে ভিনগ্রহী হবে মনে হবে যে কারও।
নেইমারকে দেখা গেল, ৩৫ মিটার তথা প্রায় ১১৫ ফুট উঁচু থেকে মাটিতে নেমে আসা বল নিমিষেই নিয়ন্ত্রণে নিতে। যে কোনো ফুটবলারের ঈর্ষা হবে এমন নৈপুণ্য শিখতে।
১৬ নভেম্বর জাতীয় দলের অন্য সব তারকা ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, পেদ্রো, রদ্রিগো, অ্যান্টোনি, মার্টিনেলিরার সঙ্গে অনুশীলনে যোগ দেন নেইমার।
এ সময় তিনি দেখান নিজের জাদুকরী পায়ের কারুকাজ।
অনুশীলনের একপর্যায়ে ড্রোনের সাহায্যে প্রায় ১১৫ ফুট উঁচুতে বল নিয়ে তা শূন্যে ভাসিয়ে দেওয়া হয়। বল দ্রুতগতিতে নামতে থাকে নিচে। নেইমার সেই বল রিসিভ করতে পারেন কিনা, আগ্রহ ভরে দেখছিলেন সতীর্থরা।
সবাইকে অবাক করে দিয়ে খুব স্বাভাবিকভাবেই বলটা এক টাচে নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেন নেইমার। তার এই স্কিল দেখে বিস্ময় আর মুগ্ধতায় উল্লাস করে উঠেন সতীর্থরা। নেইমারকে ধরে তারা উদযাপন করতে থাকেন।
বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান সুপারস্টারের এমন স্কিল মুগ্ধ করেছে সবাইকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
দারুণ ফর্মে থাকা এই দলটির মুখোমুখি হতে ‘ভয় পায়’ ব্রাজিল-আর্জেন্টিনাও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।