জুমবাংলা ডেস্ক : চার বছর পর ফাইবার সেবাদাতাদের কাছ থেকে আবারো নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে মোবাইল অপারেটররা।
ডাটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী ডিডব্লিউডিএম মেশিন আমদানি এবং তা ফাইবার নেটওয়ার্কে বসানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি হতে যাচ্ছে।
নতুন সিদ্ধান্তে পড়ে থাকা ৮৬ হাজারের বেশি সরকারি ফাইবার কম খরচে ভাড়া নিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে মোবাইল অপারেটররা। এতে বাড়বে সরকারের রাজস্ব।
মোবাইলে ফোরজি সেবায় একজন গ্রাহক নির্ধারিত সাত এমবিপিএস গতিতে সেবা পাচ্ছেন কি না তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সবোর্চ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে ডেনস ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা ডিডব্লিউডিএম মেশিন।
২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি নিয়ে এই যন্ত্র আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। ওইসময়ে সরকারি ফাইবার প্রতিমিটার মাত্র ৫-৭ টাকায় ভাড়া নিত তারা। তবে ২০২১ সালেই বিটিআরসি এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দিলে কার্যকরভাবে সরকারি ফাইবার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায়।
বেসরকারিতে ক্যাপাসিটিভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনে প্রায় ১৭ টাকা খরচ করতে হচ্ছে মোবাইল অপারেটরদের। উচ্চ খরচের কারণে ৪৫ হাজার মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র ৩৫ শতাংশ। তবে সম্প্রতি আবারো ডিডব্লিউডিএম মেশিন আমদানি ও নিয়ন্ত্রণের অনুমতি চায় মোবাইল অপারেটররা। ছাড় দেয়ার আশ্বাস দেয় সরকারও।
টিউলিপের বক্তব্য ঘিরে প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে ফের বিভ্রান্তি
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম সংবাদমাধ্যমকে বলেন, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এতে দ্রুত সাইটগুলোকে ফাইবারাইজ ও উন্নত করা যাবে। ফলে কমবে খরচও। আর গ্রামীণফোনের চিফ করপোরেট অফিসার তানভীর মোহাম্মদ সংবাদমাধ্যমকে বলেন, এ সিদ্ধান্তের সুফল খুব দ্রুতই ভোগ করবেন গ্রাহকরা।
শুধু তাই নয়; বিটিসিএল, রেলওয়েসহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ দিচ্ছে বিটিআরসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।