Advertisement
বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় একের পর এক হট ছবি পোস্ট করে ঝড় তুলেছেন অভিনেত্রী-মডেল পালোমা মোনাপ্পা। তাঁর প্রাথমিক পরিচয় তিনি একজন ট্র্যাভেল রাইটার (ভ্রমণ লেখক)৷ তবে তিনি অভিনয় জগতেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল ভাবে৷
মালয়লম ভাষায় পাচকাদল চুবান্না ছবিটি দিয়ে যাত্রা শুরু করেন পালোমা৷ ২০১৩ সালে ব্লু স্কাইস, গ্রিন ওয়াটারস, রেড আর্থ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
তাঁর প্রথম দিকের অভিনীত ছবি ব্লু স্কাইস, ব্লেড আর্থ৷ পালোমার সাহসী লুক নেটদুনিয়ায় প্রায়শই ঝড় তোলে৷
‘দু কে না দু’ নামক একটি ছোট ছবিতে পালোমার অভিনয় কুর্ণিশ কুড়িয়েছিল৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।