দক্ষিণী ইন্ডাস্ট্রির থালাপতি বিজয়ের সিনেমা মানেই হিট। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিজয়ের পরবর্তী সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি তার ৬৮তম সিনেমা।
অর্চনা কালপাথির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন ভেঙ্কট প্রভু। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসার পরই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের। এবার সিনেমার প্রথম গান ‘হুইসেল পোডু’-তে মেতেছে নেটদুনিয়া।
গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে গানটি। মাধন কার্কির কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বিজয় নিজে এবং ইউভান শংকর রাজা। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কম্পোজও করেছেন রাজা।
আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিজয়ের দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমায় তিনি ছাড়া আরও অভিনয় করেছেন— মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুসহ অনেকেই।
প্রসঙ্গত, বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’সিনেমায়। গেল বছর দক্ষিণের বক্সঅফিস মাতিয়েছে সিনেমাটি। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.