জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের নগরকান্দা সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার নাচের ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুরে ওই ব্যাংকে নেচে সবাইকে বিনোদন দেন এ ব্যাংক কর্মকর্তা। মুহূর্তে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যাংক কর্মকর্তার নাম নলিন বাবু। এক বছর আগে তিনি অবসরে গেছেন। তবে বিভিন্ন কাজে মাঝেমধ্যেই ব্যাংকে তার ডাক পড়ে। বুধবার ওই ব্যাংকের ১০ দিনব্যাপী অডিট কার্যক্রম শেষ হয়েছে। শেষদিনে সবার অনুরোধে একটি হিন্দিগানের (পাগলু থোরাছা কারলে রোমান্স) তালে নাচেন তিনি।
২ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নলিন বাবু গানের তালে নাচছেন। ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তার নাচ উপভোগ করছেন। নাচের এক পর্যায়ে পড়ে যাওয়ারও উপক্রম হন এ ব্যাংক কর্মকর্তা।
এ ব্যাপারে সোনালী ব্যাংকের নগরকান্দার তালমা ইউনিয়ন শাখার ম্যানেজার মো. আবু তালেব বলেন, ‘ভিডিওটি দেখেছি। নলিন বাবু ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা।’
নাচের বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নলিন বাবু বলেন, ‘ঘটনা সত্য। আমি একজন নাচের মাস্টারও। সবাই অনুরোধ করায় আর না করতে পারিনি। তাই একটু নাচ-গান, বিনোদন করলাম।’
এদিকে ব্যাংক চলাকালীন নাচগান করায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, ব্যাংকে সেবা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কর্মকর্তারা ব্যস্ততা দেখান। সেখানে গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত রেখে এ ধরনের বিনোদন অশোভনীয়।
এ প্রসঙ্গে জানতে সোনালী ব্যাংকের নগরকান্দা শাখার ম্যানেজার কাজী রেজাউল সিদ্দিকীর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।