Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান মেজর (অব.) হাফিজের
    রাজনীতি

    নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান মেজর (অব.) হাফিজের

    Saiful IslamDecember 29, 20203 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের কাছে আমার বিনীত আহ্বান, আওয়ামী দু:শাসনকে অপসারণ করার জন্যে রাজপথে নেমে আসুন। যারা রাজপথে নেমে এই সরকারকে উৎখাত এবং গণতন্ত্রকে পু:নরুদ্ধার করবে, ভোটাধিকার ফিরিয়ে আনবে, আমরা তাদের সহায়ক শক্তি হিসেবে রাজপথে দৃঢ় পদক্ষেপ রাখবো। আর সাধারণ মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। এই সরকারকে প্রতিহত করাই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার।

    মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত বিজয়ের ৪৯ বছর ‘প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মেজর হাফিজ।

    মেজর হাফিজ বলেন, ৪৯ বছর আগে আমরা যে যুদ্ধে নেমেছিলাম তার ফলাফলটা কি? আমাদের স্বাধীনতা কতটুকু অর্জিত হয়েছে, কতটুকু বাস্তবায়িত হয়েছে? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালি জাতির জন্য একটি স্মরণীয় অধ্যায়। ইতিহাসের এক স্বর্ণালী উপাখ্যান। প্রশ্ন ওঠতেই পারে যে, স্বাধীনতার এই ৪৯ বছরে কি পেলাম আমরা। আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি। আমরা যে স্বপ্ন ধারণ করে ৪৯ বছর আগে রণাঙ্গনে জীবন পণ করে লড়াই করেছি তার কতটুকু বাস্তবায়িত হয়েছে।

    তিনি বলেন, বলতে দ্বিধা নেই, আজকে আমাদের দেশে গণতন্ত্র এবং সুশাসন নির্বাসনে। মানবিক মর্যাদা ভুলন্ঠিত। স্বাধীনতার এই সময়ে এসে আমরা পেয়েছি শুধু দু:শাসন। আমরা সবাই একটি বৃহৎ কারাগারে বসবাস করছি। সরকার থেকে বলা হয়, আমরা নাকি বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু উন্নয়নের সূচকে আমরা ভুটানেরও নিচে। তথাকথিত উন্নয়েনর রোল মডেল এটি একটি ফাঁকা বুলি। আমারা ক্রমশ দরিদ্র হয়ে যাচ্ছি।

       

    তিনি বলেন, রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন। যার যেখানে থাকার কথা নয়, সে সেখানে পৌঁছে গিয়েছে। যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেই গণতন্ত্রই আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটি অত্যন্ত দু:খজনক। আমরা খুবই তরুণ বয়সে যুদ্ধে নেমেছিলাম দেশকে মুক্ত করার জন্য। কিন্তু এখন যখন রাস্তায় নামি তাদের খুঁজি, কই সে সকল তরুণেরা। কোথায় হারিয়ে গেল? কোথায় সেই যুবকেরা, যারা গণতন্ত্রের জন্য লড়েছিল। মা বোনের ইজ্জতের জন্য লড়েছিল। আজ প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটতেছে। কোথায় সেই তরুণেরা? যারা ধর্ষণের প্রতিবাদ করবে। দেশে গণতন্ত্র নেই তার প্রতিবাদ কোথায়?

    বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বলতে দ্বিধা নেই এই বাংলাদেশে মুক্তিযোদ্ধারাই এখন গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। দেশে যতো রাজনৈতিক দল আছে তারা কিভাবে ক্ষমতায় যাবে, তারা সেই চক কসছে। গণতন্ত্রের জন্য তাদেরকেতো রাজপথে নামতে দেখি না। কিন্তু ইতোমধ্যে মুক্তিযোদ্ধারা রাজপথে নেমে তাদের সাহসের প্রমাণ দিয়েছে।

    তিনি আরও বলেন, আজকের বাংলাদেশ দেখলে দু:খ লাগে। সকল পর্যায়ে দুর্বৃত্তায়ন। কোথায় গেল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য মুক্তিযুদ্ধ। আজকে সবার কাছে আমার প্রত্যাশা হলো, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে পরবর্তী প্রজন্মের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দিন।

    মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    bnp

    ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

    October 31, 2025
    মির্জা ফখরুল

    নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল

    October 30, 2025
    তারেক রহমান

    বিএনপি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে : তারেক রহমান

    October 30, 2025
    সর্বশেষ খবর
    bnp

    ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেয়া হয়েছে : মির্জা ফখরুল

    মির্জা ফখরুল

    নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক: মির্জা ফখরুল

    তারেক রহমান

    বিএনপি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে : তারেক রহমান

    Rijve

    ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে গোরস্তানে পাঠিয়েছেন : রিজভী

    রাশেদ খান

    ১৪ মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারেনি: রাশেদ খান

    তারেক রহমান

    আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়ে তোলা বিএনপির লক্ষ্য: তারেক রহমান

    Salauddin

    কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না : সালাহউদ্দিন আহমদ

    এনসিপি

    জুলাই সনদ বাস্তবায়নে প্রথম খসড়াই সরকারকে গ্রহণ করতে হবে : এনসিপি

    Taher

    জাতীয় নির্বাচন নাও হতে পারে, সবার আগে জুলাই সনদ হতে হবে : তাহের

    Fakhrul

    ঐকমত্য কমিশন প্রতারণা করেছে : মির্জা ফখরুল

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.