জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কৃষকরা টমেটো চাষে লাভবান হয়েছেন। কৃষকরা গত বছরের তুলনায় এবছর দ্বিগুণ ফলন ও ভালো বাজারদর পেয়ে খুশি। গত বছরের লোকসান এবছরে পুষিয়ে নিতে পারবেন বলে জানান উপজেলার টমেটো চাষিরা।
জানা যায়, গত বছর টমেটো চাষে বিপর্যয় ঘটে ছিল। ফলে টমেটো চাষিদের লোকসান হয়। অনেকে খরচের টাকাও তুলতে পারেনি। এতে অনেক চাষি টমেটো চাষে আগ্রহ হারিয়ে ফেলে। এবছর টমেটোর বাম্পার ফলন হয়েছে। তাই গত বছরের লোকসান পুষিয়ে লাভবান হতে পারবেন বলে জানান কৃষকরা। এ বছর শুরু থেকেই টমেটোর ফলন বেশি, দামও দ্বিগুণ পেয়ে খুশি এখানকার কৃষকরা।
উপজেলার কান্দিউড়া ইউনিয়নের টমেটো চাষি মাকছুম মিয়া বলেন, আমি গত বছরও টমেটোর চাষ করেছিলাম। তখন অনেক টাকা লোকসান হয় আমার। এবছর আবার টমেটোর আবাদ করেছি। ফলন গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। প্রতিমণ টমেটো ১৬০০-১৮০০ টাকায় বিক্রি করতে পারছি। আশা করছি খরচ বাদে দ্বিগুণ লাভবান হতে পারবো।
চিরাং ইউনিয়নের হুসেন মিয়া বলেন, গত বছর টমেটো চাষে লাভ করতে পারি নি। অনেক গাছ মারা যায়, ফলন তেমন হয়নি আর বাজারদরও ভালো ছিলনা। সব মিলিয়ে লোকসান হয়েছিল। এবছর আমি বারি ৪, বারি ৫ ও টিপু সুলতান জাতের টমেটো বীজ বপন করেছিলাম। ফলে বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও ভালো। তাই টমেটো বিক্রি করে লাভবান হতে পারছি।
কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম শাহজাহান কবির বলেন, সারাবছর টমেটোর ব্যাপক চাহিদা থাকে। আর আমাদের দেশে সারাবছরই টমেটোর আবাদ করা হয়। টমেটোর চাষ অত্যন্ত লাভজনক। আবহাওয়া অনুকূলে থাকলে টমেটোর বাম্পার ফলন হয়। টমেটো চাষে কৃষকরা লাভবান হওয়ায় দিন দিন টমেটো চাষে আগ্রহ বাড়ছে। অধিক ফলন ও বাজারদরে খুশি কৃষক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।