জুমবাংলা ডেস্ক: হাওরাঞ্চলের জেলা নেত্রকোনার কমলাকান্দায় গুমাই নদীতে একটি ইঞ্জিন চালিত নৌকাডুবির পর অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর বিবিসি বাংলার।
এই ঘটনায় এখনও ২০-২৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
কমলাকান্দার উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক বিবিসি বাংলাকে বলছেন, বুধবার সকালে মধ্যনগর থেকে দুইটি ট্রলার ঠাকরাকোনা যাচ্ছিল। তখন দুই ট্রলারে মধ্যে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে যায়।
দুপুর নাগাদ অন্তত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের সবাই নারী ও শিশু। তারা সবাই মধ্যনগরের বাসিন্দা।
‘ট্রলারটিতে ৩০/৩৫জন যাত্রী ছিল। আমরা ধারণা করছি, আরো ২০/২৫ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।” তিনি বলছেন।
গত অগাস্ট মাসের পাঁচ তারিখে নেত্রকোনায় মদন উপজেলায় একটি ট্রলার ডুবিতে ১৭ জনের মৃত্যু হয়।
হাওরে ঘুরতে আসা পর্যটকদের একটি ট্রলার ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
মি. আহমেদ জানান, “ময়মনসিংহের কয়েকটি মাদ্রাসা থেকে কিছু শিক্ষক ও ছাত্র এই এলাকায় হাওরে বেড়াতে আসেন। তাদের নৌকায় ৪৮ জন যাত্রী ছিলেন।”
ট্রলারটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলতে না পারলেও বুলবুল আহমেদ আশঙ্কা প্রকাশ করেন এই মৌসুমে হাওরের আবহাওয়া হঠাৎ উত্তাল হয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
ওই ঘটনার এক মাস পার হতে না হতেই আরো একটি ট্রলারডুবিতে আবারো বহু মানুষ নিহত হওয়ার আশঙ্কা তৈরি হল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।