
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার জারিয়া স্টেশনের কাছে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন হাজারও মানুষ।
সকাল ৮টার দিকে ময়মনসিংহ থেকে জারিয়া স্টেশনের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের রেলগেটে এ ঘটনা ঘটে।
পূর্বধলা রেলস্টেশনের বুকিং সহকারী মো. আবদুল মোমেন জানান, ২৭২নং ডাউন ট্রেনটি ময়মনসিংহ থেকে জারিয়া স্টেশনের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের রেলগেটে পৌঁছলে ইঞ্জিনের প্রথম চারটি চাকা লাইনচ্যুত হয়।
এতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন হাজারও মানুষ।
পূর্বধলা রেলস্টেশনের বুকিং সহকারী মো. আবদুল মোমেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।