
আন্তর্জাতিক ডেস্ক: এক সামরিক কর্মকর্তার গাড়িতে যন্ত্রপাতি রেখে আড়ি পাতা এবং গোয়েন্দাগিরির অভিযোগে মস্কোয় নেদারল্যান্ডসের চার্জ দি অ্যাফেয়ার্সকে ডেকে পাঠানো হয়৷ ক্রেমলিন মনে করে, এমন তৎপরতা দু দেশের সম্পর্ককে আরো জটিল করবে৷ খবর ডয়চে ভেলে’র।
সোমবার মস্কোয় নেদারল্যান্ডসের চার্জ দি অ্যাফেয়ার্সকে ডেকে পাঠায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়৷ পরে এক বিবৃতিতে জানানো হয়, হেগ শহরে রাশিয়ার দূতাবাসের সামরিক অ্যাটাশের গাড়িতে নজরদারির যন্ত্রপাতি রেখে গোয়েন্দাগিরি করায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাচ্ছে রাশিয়া৷ বিবৃতিতে ‘‘এমন বৈরি আচরণ ইতিমধ্যে জটিল রূপ নেয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জটিল করবে’’ জানিয়ে ছোট্ট দ্বীপ দেশটির প্রতি ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে ক্রেমলিন৷
পরাশক্তি রাশিয়ার সঙ্গে নেদারল্যান্ডসের সম্পর্কে চিড় ধরে দু বছর আগে প্রায় তিনশ যাত্রী নিয়ে ইউক্রেনের একটি বিমান ভূপাতিত হওয়ার পর৷ রাশিয়ার হামলায় বিধ্বস্ত বিমানটির বেশির ভাগ যাত্রীই ছিল নেদারল্যান্ডেসর নাগরিক৷ এ বিষয়ে ইউরোপীয় আদালতে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগও করেছে ডাচ সরকার৷
হেগ শহরে রুশ সামরিক কর্মকর্তার ওপর নজরদারি বা গোয়েন্দাগিরির অভিযোগ সম্পর্কে নেদারল্যান্ডসের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি৷
অসলোয় একজন গ্রেপ্তার
এদিক রাশিয়া-নেদারল্যান্ডস সম্পর্কে নতুন করে উত্তেজনা শুরুর সময়ে নরওয়েতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার হওয়া ব্যক্তি নরওয়ের নাগরিক৷ অসলো শহরের এক রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ পঞ্চাশোর্ধ ওই ব্যক্তির বিরুদ্ধে নরওয়ের পুলিশের দাবি, তাকে রাশিয়ার এক গোয়েন্দা কর্মকর্তাকে ‘জাতীয় স্বার্থ ক্ষুন্ন হওয়ার মতো তথ্য পাচার করেছেন এই সন্দেহে’ গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তারকৃত ব্যক্তি এ অভিযোগ অস্বীকার করেছেন৷ তার আইনজীবী জানিয়েছেন অসলোর আদালতে মামলার শুনানির প্রস্তুতি চলছে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।