নেপালে চলমান বিক্ষোভের মধ্যেই দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাসের জারি করা এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং তাদের হোটেল বা বাসস্থানে থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নেপাল ভ্রমণের পরিকল্পনাকারী বাংলাদেশিদেরও চলমান পরিস্থিতিতে দেশটিতে না আসার অনুরোধ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করেছে: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ এবং +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১।
নেপালে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। সরকারের দুর্নীতি, দমননীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে তরুণরা রাস্তায় নেমেছে।
ছাত্র-জনতার বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী
তীব্র এই বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কারফিউ উপেক্ষা করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ চলছে। বিক্ষোভের মধ্যে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
প্রধানমন্ত্রী ওলি স্বাক্ষরিত একটি বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করতে তিনি পদত্যাগ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।