নেপালে সম্প্রতি সরকার পতনের আন্দোলনে নিহতদের সরকার শহীদ ঘোষণা করেছে। একই সঙ্গে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি মন্ত্রিপরিষদের কার্যালয়ে দায়িত্ব গ্রহণকালে এই ঘোষণা দেন। জেন-জি (তরুণ প্রজন্ম)-এর নেতৃত্বে দেশজুড়ে বিক্ষোভের ফলে সম্প্রতি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। আন্দোলনের সময় অন্তত ৭২ জন নিহত হন, যার মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
প্রধানমন্ত্রী জানান, ৮ ও ৯ সেপ্টেম্বরের বিক্ষোভে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং অতিরিক্ত ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা হবে। শহীদদের মরদেহ নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়ারও উদ্যোগ নেওয়া হবে।
মিডিয়া প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে ৮ সেপ্টেম্বর শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে সহিংস দুর্নীতিবিরোধী বিক্ষোভে রূপ নেয়। আন্দোলনকারীরা পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেন এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘর ভাঙচুর করেন। এ আন্দোলনের প্রভাবে সরকারের পদত্যাগ ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।